EIIN: 130576

বিদ্যালয়ের ইতিহাস ও উদ্দেশ্য

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর গ্রাম তথা পার্শ্ববর্তী এলাকায় মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে গ্রামের গণ্য মান্য ব্যাক্তি বর্গের ঐকান্তিক প্রচেস্টা,স্থানীয় অনুদান ও আন্তরিক সহযোগিতায় নিজস্ব অর্থায়নে ২০০৪ সালের ১৪ই অক্টোবর সর্বপ্রথম জুড়ানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে । জুড়ানপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় গুলোর দূরত্ব অধিক হওয়ায় প্রাথমিক শিক্ষা শেষ করে অনেক ছেলে মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হত । বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির বিষয়টি লক্ষ্য করা হয় । প্রথম পর্যায়ে ষষ্ঠ থকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও পরবর্তীতে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত উন্নীত করা হয় ।

প্রথমে বাঁশের চাটাই এর বেড়া ও টিনের ছাউনী দিয়ে ৭ (সাত) কক্ষ বিশিষ্ঠ বিদ্যালয় ভবন নির্মান করা হলেও পরবর্তীতে চাটাই এর বেড়ার পরিবর্তে আধা-পাকা দেওয়ালের উপর টিনের ছাউনী দেওয়া হয় । বর্তমানে ২০২০-২১ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮০,৭৫০০০/= ( আশি লক্ষ পঁচাত্তর হাজার ) টাকা বরাদ্দের মাধ্যমে চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে । বিদ্যালয়টি বর্তমানে এমপিও ভূক্ত হয়েছে ।

স্তুর পাঠদানের অনুমতির তারিখ একাডেমিক স্বীকৃতির তারিখ এমপিও ভূক্তির তারিখ
নিম্ন মাধ্যমিক ০১/০১/২০০৬ ০১/০১/২০০৯ ০১/০৭/২০১৯
মাধ্যমিক ০১/০১/২০১২ ০১/০১/২০১৫ ০১/০৭/২০২২



২০০৫ সালে ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ২০২৩ শিক্ষাবর্ষে মোট ২৯৩ জন ছেলে মেয়ে নিয়মিত ভাবে অধ্যায়ন করছে । শিক্ষার্থীদের উপস্থিতি,অভ্যন্তরীন ও পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ এবং পাশের হার আশা ব্যঞ্জক । এস,এস,সি তে জিপিএ ৫ সহ কয়েক জন ছেলেমেয়ে বৃত্তি প্রাপ্ত হয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে । ২০১৯ সালে ৪৭ তম স্কুল,মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা ফুটবল খেলায় অংশ নিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।


যাদের প্রচেস্টায় বিদ্যালয়টি স্থাপন করা হয় ।
কমিটির সদস্যবৃন্দের নামঃ

ক্রঃ নাম পেশা/কর্মজীবন ঠিকানা পদবী
মোঃ ফজলুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান জুড়ানপুর সভাপতি
এম, এ বকর অবঃমাধ্যঃবিঃপ্রধান শিক্ষক জুড়ানপুর সহ-সভাপতি
মোহাঃ একরামুল হক ,জুড়ানপুর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জুড়ানপুর সদস্য সচিব
মোঃ আজিজুল হক অবঃ বিডিআর জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
মোঃ জমির উদ্দিন সাবেক ইউপি সদস্য জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
মোঃ নিজাম উদ্দিন ব্যবসা জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
মোঃ আব্দুল মজিদ মল্লিক ব্যবসা জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
মোঃ সহিদুল ইসলাম ব্যবসা জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
মোঃ সিরাজুল ইসলাম ব্যবসা মজারপোতা কার্য নির্বাহী সদস্য
১০ মোঃ মোখলেছুর রহমান ব্যবসা জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
১১ মোঃ ফজলুল হক অবঃ সেনা বাহিনী জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য
১২ মোঃ মুশা করিম ব্যবসা জুড়ানপুর কার্য নির্বাহী সদস্য



প্রতিষ্ঠাকালীন শিক্ষক/কর্মচারীবৃন্দের নামঃ যাদের অর্থ ও কায়িক শ্রম জড়িত ।



ক্রঃ শিক্ষক/কর্মচারীবৃন্দের নামঃ যোগদানের তারিখ পদবী
মোহাঃ একরামুল হক ১০/০১/২০০৫ প্রধান শিক্ষক
মোঃ জাহাঙ্গীর কবীর ১০/০১/২০০৫ সহকারী শিক্ষক (স্নাতক)
মোহাঃআশাদুল হক ১২/০১/২০০৫ সহকারী শিক্ষক (শরীর চর্চা)
মোহাঃ আব্দুল মজিদ ১২/০১/২০০৫ সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)
মহাঃরায়হান উদ্দিন ০৭/০৩/২০০৫ সহকারী শিক্ষক (৬ষ্ঠ খ শাখা)
মোহাঃ সিদ্দিকুর রহমান ১০/০১/২০০৫ অফিস সহকারী
মোঃ আব্দুল ডালীম ১৩/০১/২০০৫ দপ্তরী



বিদ্যালয় সম্পর্কিত তথ্য:



নাম: বাংলায়: জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়
ইংরেজিতে : Juranpur secondary school
স্থাপিত : ২০০৪ খ্রী:
স্থাপনের তারিখ: ১৪/১০/২০০৪ খ্রী:
ঠিকানা: সাং জুড়ানপুর, পোস্ট:বিষ্ণুপুর,দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
EIIN- 130576
এম্পিও কোড: 13057612
এম্পিও ভূক্তির তারিখ: 01/07/2019
উপবৃত্তি কোড: 2705384
মোবাইল নং 01309130576
whatsApp: 01309130576
Immu: 01309130576
Website : www.jpss.edu.bd
Email: juranpurhs@gmail.com
জুনিয়র প্রাথমিক অনুমতির তারিখ: ০১/০১/২০০৬
জুনিয়র ১ম স্বীকৃতির তারিখ:০১/০১/২০০৯
মাধ্যমিক পাঠদানের অনুমতির তাং ০১/০১/২০১২
মাধ্যমিক ১ম স্বীকৃতির তারিখ: ০১/০১/২০১৫
সর্বশেষ কমিটির মেয়াদ: ২২/০৫/২০২২--২১/০৫/২০২৪
সর্বশেষ স্বীকৃতির মেয়াদ: ০১/০১/২০২৩- ৩১/১২/২০২৫

সভাপতির বার্তা

চুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্যচুয়াডাঙ্গা জেলা তথ্য বাতায়নে স্বাগতম। সভ্য

প্রধান শিক্ষকের বাণী

১৯৯২ সালে দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি, ১৯৯৪ সালে ঢাকার তেজগাও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে স্নাতক এবং ১৯৯৮ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ( বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম,এ পাশ করার পর ঢাকার নব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস ব্যবস্থাপনা,ইন্টারনেট পরিচালনার উপর ০৬ মাসের প্রশিক্ষণ শেষে সূদুর সৌদি আরবের জেদ্দায় গমন করে  সেখানে কম্পিউটার আল হারদী নামক একটি কম্পিউটার ফার্মে চাকুরিতে যোগদান করি । আরব দেশে  অবস্থানকালে আল্লাহ পাকের অশেষ রহমতে হজ্ব  ব্রত পালন করি ।  

 

২০০৪ সালে দেশে ফিরে মাতৃভূমি জুড়ানপুরে অবস্থানকালে গ্রামের গণ্য মান্য  ব্যক্তি বর্গের সাথে গ্রামে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করার বিষয়ে কয়েক দফা বৈঠক  অনুষ্ঠিত হয় । বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ফজলুর রহমান,আজিজুল হক বিডিআর,নিজাম উদ্দীন,সিরাজুল ইসলাম,আঃ মজিদ মল্লিক,জমির উদ্দিন,মোখলেছুর রহমান,সহিদুল ইসলাম প্রমূখ । তাদের সকলের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত  কর্ম প্রচেস্টায় গ্রামে একটি হাই স্কুল স্থাপন করার সিদ্ধান্তে উপনীত হই ।  অতঃপর ২০০৪ সালে আমার পৈত্রিক জমি এবং ভাগিনা মোঃ জাহাঙ্গীর কবীর তার মাতার জমি বিদ্যালয়ের নামে প্রদান করার মাধ্যমে এবং আঃমজিদ,আশাদুক হক,সিদ্দিকুর রহমান ও আব্দুল ডালীমের আর্থিক অনুদানে  জুড়ানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি  স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে রায়হান উদ্দিন আমাদের সাথে যুক্ত হয় । আমি গ্রামবাসীর নিকট চির কৃতজ্ঞ । বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ।    

 

পিতা মরহুম মোজাম্মেল হক ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার শিক্ষকতা পেশা আমাকে এই পেশায় নিয়ে আসতে অনুপ্রাণীত করে । এই মানবিক পেশাকে ২০০৪ সাল থেকে আকড়ে ধরে রেখে  দীর্ঘ ১৫ বছর নন-এমপিও স্কুল হিসেবে থাকার পর ২০১৯ সালে মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণায় বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়। বর্তমানে নতুন একাডেমিক ভবনও নির্মিত হয়েছে । ১১ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি সহ সকল সদস্য বিদ্যালয়ের মান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে ।      

 

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গ্রামের এই বিদ্যালয়ে যেন আধুনিকতার ছোঁয়া বিরাজমান থাকে। একটি স্মার্ট,ডিজিটালাইজড,যুগোপযোগী ও সকল সুযোগ সুবিধা সম্পন্ন হবে। যে বিদ্যালয় থেকে গ্রামের ছেলেমেয়েরা বাংলা,ইংরেজী,আইসিটি,গণিত,বিজ্ঞান,ইতিহাস ও ধর্মীয় সহ সকল বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে । সন্তানের সাফল্যে তাদের অভিভাবকগণের বুক আনন্দে ভরে উঠবে । সেই লক্ষ্য বাস্তবায়নে অদ্যবধি গ্রামবাসীর নিকট অঙ্গীকারবদ্ধ । এব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য এলাকার সূধী সমাজ ও সরকারের সুদৃষ্টি  কামনা করছি ।